বিনোদন

শিল্পী সমিতির পক্ষে এফডিসিতে কোরবানি দেবেন ডিপজল

শিল্পী সমিতির পক্ষে এফডিসিতে কোরবানি দেবেন ডিপজল
২০১৬ সাল থেকে টানা পাঁচ বছর ঈদুল আযহায় অনন্য নজির দেখিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকাই চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিতেন তিনি। পরে চলচ্চিত্র পরিচালক, শিল্পী সমিতি এবং ওমর সানী-মৌসুমী দম্পতিও কোরবানি দিয়েছিলেন। এরপর সেটিতে ছেদ পড়ে। বেশ কয়েক বছর ধরে ঈদে এফডিসিতে কেউই কোরবানি দেন না। যার ফলে অনেকটাই বিপাকে পড়েন নিম্ন আয়ের শিল্পীরা। তবে আসন্ন ঈদুল আজহায় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গরু কোরবানি দেবেন সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। এবার তিনি দুই থেকে তিনটি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন। ডিপজলের মাধ্যমে ফের আবার এফডিসিতে হতে যাচ্ছে গরু কোরবানি। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আসছে ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরবানি দেয়া হবে সহকর্মীদের জন্য। এখানে কোনো ভেদাভেদ নেই। স্বচ্ছল-অস্বচ্ছল বলে কিছু নেই। কারণ, এটা সমিতির পক্ষ থেকে দেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি, সংগঠন হিসেবে এটা সমিতির একটি কার্যক্রম। এ কার্যক্রমে সকলেই অংশগ্রহণ করতে পারেন। যদি সমিতির আরও কেউ কোরবানি দিতে চান, তারাও এ কার্যক্রমে যোগ দিতে পারেন। এতে সমিতির সকল সদস্যর মধ্যে ঐক্য সৃষ্টি হবে। আমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালনের অংশ হিসেবে কোরবানি দেওয়ার উদ্যোগ নিয়েছি।’ এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন শিল্পী | সমিতির | পক্ষে | এফডিসিতে | কোরবানি | দেবেন | ডিপজল