আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে তীর্থ যাত্রীদের বাসে হামলা; লস্কর-ই-তইবার দায় স্বীকার

জম্মু ও কাশ্মীরে তীর্থ যাত্রীদের বাসে হামলা; লস্কর-ই-তইবার দায় স্বীকার
জম্মু ও কাশ্মীরে তীর্থ যাত্রীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় দায় স্বীকার করলো পাকিস্তানের লস্কর-ই-তইবার শাখা সংগঠন। দায় স্বীকার করে বিবৃতি দেয় লস্করের শাখা সংগঠন রেজিস্ট্যান্স ফোর্স (টিআরএফ)। আর এ ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তদন্ত শুরু করেছে। সোমবার (১০ জুন) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাজধানী নয়া দিল্লিতে রোববার (৯ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের ঠিক আগে এই হামলায় ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। জম্মুর রিয়াসির শিব খৌরি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিলেন তীর্থ যাত্রীদের বহনকারী বাসটি। ৫৩ আসনের বাসটি লক্ষ্য করে সন্ত্রাসীরা এই হামলা চালালে বাসটি খাদে পড়ে যায়। এ বিষয়ে রিয়াসির সিনিয়র পুলিশ সুপার মোহিতা শর্মা বলেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। তীর্থ যাত্রীদের কেউই স্থানীয় নয়। সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাঁরা উত্তর প্রদেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন জম্মু | ও | কাশ্মীরে | তীর্থ | যাত্রীদের | বাসে | হামলা | লস্করইতইবার | দায় | স্বীকার