আন্তর্জাতিক

ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্টজের পদত্যাগ

ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্টজের পদত্যাগ
ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গ্যান্টজ। রোববার রাতে জরুরি মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন মধ্যপন্থি এই রাজনীতিবিদ। গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করলেন তিনি। খবর- আলজাজিরা। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বেনি গ্যান্টজ। ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, পদত্যাগের সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক। দুর্ভাগ্যবশত নেতানিয়াহু প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এসময় নেতানিয়াহুকে আগামী নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। বেনি গ্যান্টজকে ইসরাইলে ক্ষমতার জন্য নেতানিয়াহুর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন অনেকেই। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলি | যুদ্ধকালীন | মন্ত্রিসভা | বেনি | গ্যান্টজের | পদত্যাগ