ক্রিকেট

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হৃদয়

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হৃদয়
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলেই যেন সবকিছু এমন গোলমেলে হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে জয়ের এত কাছাকাছি এসেও বাংলাদেশ হেরে গেল। খেলোয়াড়দের দিকে দায় যায় ঠিকই, তবে সোমবারের ম্যাচে আরও অনেককিছু দেখা গেল মাঠে। মাঠের সিদ্ধান্তে আম্পায়ারের যে বড় ভূমিকা, সেখানে নড়বড়ে অবস্থান দেখা গেছে। আর তা নিয়ে বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয় প্রশ্ন তুলেছেন সংবাদ সম্মেলনে। স্ট্রাইক প্রান্তে তখন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে টানটান উত্তেজনা। ওটনিল বার্টম্যানের একটি বল মাহমুদউল্লাহর পায়ে লেগে পেছন দিয়ে বাউন্ডারির দিকে চলে যায়। যেটি চার হয়েছিল। কিন্তু এর আগেই আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার সিদ্ধান্ত লেগ বিফোরের। স্বাভাবিকভাবেই বলটি ডেড ঘোষণা হয়। আর মাহমুদউল্লাহ রিভিউ নিয়েছেন, দেখা গেল আউটটি হয়নি। পাশাপাশি বাউন্ডারিও আর দেওয়া হয়নি নিয়ম অনুযায়ী। আম্পায়ার এই ধরনের পরিস্থিতিতে কীভাবে আঙ্গুল তোলে, তা নিয়ে এক প্রশ্ন দেখা দেয়। এই প্রসঙ্গে হৃদয় বলেছেন, 'নিয়ম তো… আইসিসি কী করেছে এটা তো আমার হাতে নেই। কিন্তু ওই ৪টা রান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।' 'আম্পায়ারও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আরও ২-১টা ওয়াইড দেয়নি। এমন ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ। সে জায়গায় ১-২ রান অনেক বড় ফ্যাক্ট। ওই ৪ রান বা ২ ওয়াইড ক্লোজ কল ছিল। আমার আউটও আম্পায়ার্স কল ছিল। এই জায়গাগুলোতে উন্নতির জায়গা আছে। আইসিসির নিয়ম আমাদের হাত নেই।' হৃদয় নিজে যে ডেলিভারিতে আউট হয়েছেন, সেটিও আম্পায়ার্স কল ছিল। যা আইসিসি কর্তৃক নিয়ম। এখানেও হতাশা দেখিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তিনি নিজে ম্যাচের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করছিলেন, সেখানে আম্পায়ারের এই সিদ্ধান্ত কিছুটা হতাশ করবেই বাংলাদেশ দলকে। সবমিলিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বেশ আপত্তির জায়গা ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আম্পায়ারের | সিদ্ধান্ত | নিয়ে | প্রশ্ন | তুললেন | হৃদয়