ক্রিকেট

'এখন খেলতে হয় ইঁদুর-বিড়াল দৌড়ের মতো'

'এখন খেলতে হয় ইঁদুর-বিড়াল দৌড়ের মতো'
চলতি বিশ্বকাপ একদমই ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। আফগানিস্তানের সাথে হারের পর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পরাজিত হয়েছে কিউইরা। এখন সুপার এইট নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কেন উইলিয়ামসনের হতাশ চেহারা দেখা গেছে স্টেডিয়ামে। আর ম্যাচ শেষে তিনি হারের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দল যখন প্রথমে ব্যাট করছিল, একটা সময় ৭ উইকেট হারিয়ে ৭৬ রানে অবস্থান করছিল তারা। শার্ফেন রাদারফোর্ড যেভাবে ব্যাট করেছেন, তাতে সব হিসাব উল্টে দিয়েছেন। শেষমেশ দেখা যায় ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে উইন্ডিজরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান পর্যন্ত তোলার সক্ষমতা দেখায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন বলেন, 'আমরা জানতাম আমাদের রাদারফোর্ডের উইকেট নিতে হবে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গভীরতা তাদের উপকৃত করেছে এই নির্দিষ্ট সার্ফেসে।' কিউই অধিনায়ক আরও বলেন,  'আমার মনে হয় এই সময়ের টি-টোয়েন্টি দলগুলোর ব্যাটিং গভীরতা অনেক বেশি। তাই এরকম হয়ে গেছে ব্যাপারটা যে, আপনাকে খেলতে হয় ইঁদুর-বিড়াল দৌড়ের মতো, আমার কাছে এমন লাগে।' এখনকার সময় ক্রিকেট নতুন নতুন জিনিস আয়ত্ত করে নিচ্ছে। তাল মিলিয়ে না চলতে পারলে সে পিছিয়ে যাচ্ছে। এমন এক পরিস্থিতির দিকেই হয়তো ইঙ্গিত দিয়েছেন উইলিয়ামসন। সবসময় একটা 'দৌড়' বোধ করতে হচ্ছে কোনো কোনো দলকে। ওয়েস্ট ইন্ডিজ দল কন্ডিশনের ফায়দা নিতে পেরেছে বলেও মনে করেন উইলিয়ামসন। দল হিসেবে নিউজিল্যান্ড ভালো লড়াই করলেও, দিনটা নিজেদের করে নিতে পারেনি তারা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন এখন | খেলতে | হয় | ইঁদুরবিড়াল | দৌড়ের | মতো