দেশজুড়ে

সেন্টমার্টিন যেতে মুন্ডার ডেইল ঘাটে মানুষের ভিড়

সেন্টমার্টিন যেতে মুন্ডার ডেইল ঘাটে মানুষের ভিড়
কক্সবাজারের টেকনাফে সাবরাং মুন্ডার ডেইল ঘাটে ৪ শতাধিক মানুষ সেন্টমার্টিন যেতে অবস্থান নিয়েছে। তারা গেলো আট দিন ধরে টেকনাফে আটকা ছিলেন। বৃহস্পতিবার (১৩ জুন) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ বেলা ৩টার দিকে সেন্টমার্টিন থেকে যাওয়া ট্রলার ৩টি টেকনাফের মুন্ডার ডেইল ঘাটে পৌঁছায়। ওই ট্রলারে করে এসব মানুষ সেন্টমার্টিনে যাবে। তবে গভীর বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকায় সেন্টমার্টিনে ট্রলার যাওয়া নিয়ে অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। ট্রলার পারাপারে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, বিকল্প পথে নৌযান চলাচল শুরু করা হয়েছে। গোলাগুলির কারণে নৌযান বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন সাধারণ মানুষ। ধীরে ধীরে এটি স্বাভাবিক করা হচ্ছে। এ বিষয় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান, খুবই ঝুঁকিপূর্ণভাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে টেকনাফ মুন্ডার ডেইল ঘাটে যাচ্ছে মানুষ। সেখান থেকে ঘাট পার হতে দুর্ঘটনার শিকারও হচ্ছে এবং সাগর খুবই উত্তাল রয়েছে। তিনি এ ব্যাপারে দায়িত্বশীল কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়েছে টেকনাফ ও সেন্টমার্টিনে। বাংলাদেশি নৌযানে গোলাগুলির ঘটনার পর থেকে আট দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেন্টমার্টিন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় খাদ্য সংকটে পড়েছে দ্বীপের কমপক্ষে ১০ হাজার মানুষ। সারারাত ভারি গোলার বিকট শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ সীমান্তের মানুষেরা।

এ সম্পর্কিত আরও পড়ুন সেন্টমার্টিন | যেতে | মুন্ডার | ডেইল | ঘাটে | মানুষের | ভিড়