বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের মনোভাব জানাল যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের মনোভাব জানাল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েল সমর্থন করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জ্যাক সুলিভান জানান, গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে ইসরায়েলের সমর্থন রয়েছে। হামাসকে এজন্য চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার(১৩ জুন) ইতালিতে জি-৭ জোটের সম্মেলনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলেরে মধ্যকার যেসব পার্থক্য রয়েছে তা দূর করাই এখন মূল লক্ষ্য। এসময় তিনি হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়ার অনুরোধ জানান। এর আগে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতির প্রস্তাবে বেশ কয়েকটি শর্তারোপ করে মূল্যায়ন রিপোর্ট মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সংশোধনী প্রস্তাবে বলা হয়, চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতির তারিখ আগেই নির্ধারণ করতে হবে। অস্থায়ী যুদ্ধবিরতির পর আলোচনার মাধ্যমে তারিখ নির্ধারণে সম্মত নয় তারা। হামাসের দাবি, গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, মিসরের রাফাহ সীমান্তবর্তী এলাকায়ও ইসরায়েলি সেনা থাকতে পারবে না। যুদ্ধ শেষ হলে গাজা পুনর্গঠনের নিশ্চয়তা দেওয়ার কথাও বলেছে হামাস। এছাড়া, ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের বিষয়েও শর্তারোপ করেছে হামাস। তারা জানিয়েছে, ইসরায়েলি কারাগারে থাকা সব হাইপ্রোফাইল বন্দিদের মুক্তি দিতে হবে। এক্ষেত্রে ইসরায়েল কোনো আপত্তি করতে পারবে না। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | যুদ্ধবিরতির | প্রস্তাবে | ইসরায়েলের | মনোভাব | জানাল | যুক্তরাষ্ট্র