আর্কাইভ থেকে বাংলাদেশ

কাজে ফেরার ঘোষণা চা শ্রমিক নেতাদের

কাজে ফেরার ঘোষণা চা শ্রমিক নেতাদের

দৈনিক মজুরি ১৭০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন চা শ্রমিক নেতারা।

আজ শনিবার (২৭ আগস্ট) চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাগান মালিকদের বৈঠক হয়। এ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ছিলেন বাগান মালিকদের ১৯ জন প্রতিনিধি।

বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস। 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে চা শ্রমিকেরা অন্যান্য যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলোও আনুপাতিক হারে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তিনি শিগগিরই শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৯ দিন ধরে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার ২৪১টি চা বাগানের শ্রমিকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন কাজে | ফেরার | ঘোষণা | চা | শ্রমিক | নেতাদের