ক্রিকেট

সাকিবের ব্যাটে চড়ে বাংলাদেশের ১৫৯ রান

সাকিবের ব্যাটে চড়ে বাংলাদেশের ১৫৯ রান
টসে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে কিছুটা নড়বড়ে অবস্থা দেখা যায়। তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ফিফটি, তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস বাংলাদেশকে লড়াই করার মতো রসদ দিয়েছে। স্কোর বলছে ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ইনিংস শেষ করেছে বাংলাদেশ। ওপেনার নাজমুল হোসেন শান্ত টিকতে পারেননি, ৩ বলে ১ রান নিয়ে বিদায় নিয়েছেন। তার বিদায়ের কিছু বাদে লিটন দাসও ফিরে যান। দুজনেই ফিরেছেন আরিয়ান দত্তের শিকার হয়ে। তবে তানজিদ হাসান তামিম একপাশ আগলে ছিলেন। আর অন্যপাশে সাকিব দিচ্ছিলেন ফিরে আসার বার্তা। দুজনের লম্বা জুটির আভাস দলকে অনেকটা পথ টেনে নিয়েছে। দলীয় ৭১ রানে ২৬ বলে ৩১ রানে ফেরেন তানজিদ। তবে এদিকে সাকিবের ব্যাটে বাউন্ডারি আসতে থাকে একের পর এক। নিজেকে যেন খুঁজে পেয়েছেন অনেকদিন পর। কিছুক্ষণ পর এসে মাহমুদউল্লাহ রিয়াদ যোগ দেন তার সাথে। রিয়াদ শেষ পর্যন্ত ২১ বলে ২৫ রান করে ফিরেছেন। রিয়াদ ফিরলে জাকের আলি অনিকের সাথে ইনিংস শেষ করেন সাকিব। তাওহিদ হৃদয় হতাশ করেছেন আজ ব্যাট হাতে। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৫৯ রান দাঁড় করাতে সক্ষম হয় ৫ উইকেট হারিয়ে।   এম/এইচ  

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবের | ব্যাটে | চড়ে | বাংলাদেশের | ১৫৯ | রান