আন্তর্জাতিক

অহংকারী হয়ে ওঠায় ভগবান বিজেপিকে থামিয়ে দিয়েছে: আরএসএস নেতা

অহংকারী হয়ে ওঠায় ভগবান বিজেপিকে থামিয়ে দিয়েছে: আরএসএস নেতা
ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) ভরাডুবির জন্য দলটির নেতাদের অহংকারী হয়ে ওঠাকে দায়ি করেছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার। বিজেপির কঠোর সমালোচনা করে তিনি বলেছেন,  বিজেপি নিজেদের রামভক্ত বলে দাবি করলেও তারা অহংকারী হয়ে ওঠায় এবং ঔদ্ধত্যের কারণে ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম  ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়,বৃহস্পতিবার রাজস্থানের কানোটায় ‘রামরথ অযোধ্যাযাত্রা দর্শন পুজান সমারোহ’—অনুষ্ঠানে অংশগ্রহণ করে আরএসএসের এই কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন। আরএসএস এর এই নেতা আরও বলেন, ‘যারা (বিজেপি) নিজেদের রামের ভক্ত বলে দাবি করে, তারা অহংকারী হয়ে উঠেছে। তাই (লোকসভা নির্বাচনের) এ ফল হয়েছে। ঈশ্বর তাদের ঔদ্ধত্যের কারণে ভোট ও ক্ষমতার জায়গায় তাদের একটা পর্যায়ে নিয়ে থামিয়ে দিয়েছেন। অহংকারী হয়ে ওঠার কারণেই বৃহত্তম দল হওয়া সত্ত্বেও ২৪১-এ আটকে গেছে।’ ভারতের অল ইন্ডিয়া কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট প্রসঙ্গে ইন্দ্রেশ কুমার বলেন,  ‘তারা (ইন্ডিয়া জোট) তো রাম বিরোধী। তাই কোনোভাবেই ভোটে জিততে পারত না। এ জন্য তারা ২৩৪ আসনে আটকে গেছে।’ পরে শুক্রবার বিজেপির প্রশংসা ও ইন্ডিয়া জোটের সমালোচনা করে ইন্দ্রেশ কুমার আরও বলেন, ‘যারা রামের বিরোধিতা করেছিল, তারা সবাই ক্ষমতার বাইরে। আর যারা রামের সংকল্প নিয়েছিল তারা এখন ক্ষমতায়।’ প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিজেপি  নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪৩টি আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়েছে। বিজেপি এককভঅবে পেয়েছে ২৪১টি আসন। এটি ২০১৯ সালে পাওয়া ৩০৩টি আসন থেকে কম এবং লোকসভায় দলটি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে, বিজেপিবিরোধী জেটি প্রত্যাশাকে ছাড়িয়ে ২৩৪ টি আসন পেয়েছে। এরমধ্যে জাতীয় কংগ্রেস এককভাবে পেয়েছে  99টি  আসন। এর মধ্য দিয়ে ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো দলটি লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন অহংকারী | হয়ে | ওঠায় | ভগবান | বিজেপিকে | থামিয়ে | দিয়েছে | আরএসএস | নেতা