আন্তর্জাতিক

গাজার ভাসমান বন্দর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজার ভাসমান বন্দর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজার উপকূলে স্থাপন করা ভাসমান বন্দরটি আবারও সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে টাইমস অফ ইসরাইল বলছে, সাগর উত্তাল হয়ে উঠায় আপাতত এটি সরিয়ে নেয়া হচ্ছে। সমুদ্রের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বন্দরটিকে ইসরাইলের আসোদ বন্দরে রাখা হবে। গেলো মে মাসে ৩২০ মিলিয়ন ডলারের এই বন্দরটি গাজার উপকূলে স্থাপন করা হয়। এরপরে বন্দরটি দিয়ে গাজায় বেশ কিছু ত্রাণ পাঠানো হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার এটির কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। উত্তাল ঢেউয়ের কারণে কয়েকদিন আগে এটি ভেঙে যায়। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন গাজার | ভাসমান | বন্দর | সরিয়ে | নিচ্ছে | যুক্তরাষ্ট্র