ক্রিকেট

পাকিস্তানের অধিনায়ক হিসেবে নতুন পছন্দ জানালেন ইউনুস খান

পাকিস্তানের অধিনায়ক হিসেবে নতুন পছন্দ জানালেন ইউনুস খান
পাকিস্তানের হয়ে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ইউনুস খান। দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট খেলা হচ্ছে না পাকিস্তানের। বাবর আজমের নেতৃত্বে হতাশ করেছে দলটি। অধিনায়ককে সরানোর আলোচনা তাই চলছে, সেই আলোচনায় যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ইউনুস। পাকিস্তানের একটি গণমাধ্যমের সাথে কথা বলেছেন ইউনুস। যেখানে নিজের মতামত উল্লেখ করেছেন অধিনায়ক ইস্যুতে। তিনি বলেন, 'কেন ফখর জামান অধিনায়ক হবে না, সে কি পারফর্মার না? সে কি সবশেষ ৫০ ওভারের বিশ্বকাপে ভালো করেনি? কে সেই একজন খেলোয়াড়, যে আমাদের আশা দেখায়? জামান ভারতের ২০২৩ বিশ্বকাপ বেশ বাজেভাবেই শুরু করেছিল। তবে পরের অর্ধে পাকিস্তানের সাফল্যে নিজের ফর্ম দেখিয়েছেন।' ২০২৩ ওডিআই বিশ্বকাপ শেষে বাবর আর অধিনায়কের দায়িত্বে থাকেননি। সেই দায়িত্ব তুলে দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদির কাঁধে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শাহিনের কাছ থেকে আবার বাবরের হাতে দেওয়া হয় অধিনায়কত্ব। তবে পকিস্তানের যেন কিছুতেই কিছু হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হওয়া হলো না তাদের। এবার আবারও বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ইউনুস ফখরের কথা জানিয়ে বলেন, 'কে সেই এখন খেলোয়াড়, যে তারা ওপেনিং স্লট থেকে সরে গিয়ে ৪, ৫, ৬ নম্বরে গিয়ে ব্যাটিং করেছে? কে তার জায়গা বিলিয়ে দিয়েছে? ফখর জামান! কেন আপনি তাকে অধিনায়ক করবেন না?'   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | অধিনায়ক | হিসেবে | নতুন | পছন্দ | জানালেন | ইউনুস | খান