বাংলাদেশ

ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন সেই এনবিআর কর্মকর্তা

ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন সেই এনবিআর কর্মকর্তা
১৫ লাখ টাকা দামের খাসির ছবির সাথে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত এনবিআর কর্মকর্তার ছেলে নন। ওই কর্মকর্তার ছেলের নাম তৌফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমন অপপ্রচারের জন্য সাইবার ক্রাইমে যাবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। বুধবার (১৯ জুন) মতিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এনবিআর কর্মকর্তা জানান, ভাইরাল হওয়া ইফাদ তাঁর আত্মীয় বা পরিচিতও নন। একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে। এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে তিনি আইনি পদক্ষেপে যাচ্ছেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে তাঁর ছবি ও নাম ব্যবহার করায় তিনি বিব্রত। জানা যায়, মতিউর রহমান কর্মজীবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা বন্ড কমিশনারেট রাজধানীর বিভিন্ন কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টমস, বেনাপোল কাস্টমস, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদিকে সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান বলেন, ওই ক্রেতা খাসিটি ১২ লাখ টাকায় কিনে নেন। আমরা খাসিটির দাম ১৫ লাখ টাকা চেয়েছিলাম। এক লাখ টাকা বুকিং দিয়েও তিনি খাসিটি আর নিতে আসেননি। সম্পূর্ণ টাকা  পরিশোধ করে খাসিটি নেওয়ার কথা ছিল ১২ জুন। গেলো ১১ জুন রাত থেকে ওই ক্রেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁরা এখন পর্যন্ত তাঁর সাথে যোগাযোগ করতে পারেননি। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ভাইরাল | ছবি | নিয়ে | মুখ | খুললেন | এনবিআর | কর্মকর্তা