আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সুখবর দিল বাইডেন সরকার

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সুখবর দিল বাইডেন সরকার
মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত অভিবাসীদের বড় ধরণের সুখবর দিলো বাইডেন প্রশাসন। অভিবাসী সংকট সমাধানে একটি উদার নীতি গ্রহণ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। পাশাপাশি  বর্তমান অভিবাসন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ঢেলে সাজাতে পদক্ষেপ নিচ্ছে জো বাইডেন সরকার। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়,  যেসব অভিবাসী  কমপক্ষে ১০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এসব অধিবাসীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হবে। তবে এই প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে তা এখনও স্পষ্ট করেনি বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের একটি সূত্রে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ শর্তে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন। অবৈধ অভিবাসী স্বামী-স্ত্রীকে বৈধতা দিতে একটি ‘প্যারোল ইন প্লেস’ পদক্ষেপের কথা ভাবছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ঘোষণার সূত্র ধরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন আসছে মাসগুলোতে মার্কিন নাগরিকদের মধ্যে নির্দিষ্ট কিছু স্বামী... স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং নাগরিকত্বের আবেদনের অনুমতি দেবে। এসব নাগরিকদের সংখ্যা পাঁচ লাখ হতে পারে বলে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুযায়ি,মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের প্রায় ১১ লাখ স্বামী বা স্ত্রী দেশটিতে অবৈধভাবে রয়েছেন। তাদের নাগরিকত্ব দেওয়া হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে  ১৬ বিলিয়ন ডলার বা ১৬০০ কোটি মার্কিন ডলার  অতিরিক্ত বরাদ্দ দিতে হবে যুক্তরাষ্ট্র সরকারকে। এদিকে, লাখ লাখ অবৈধ অভিবাসীকে প্রেসিডেন্ট জো বাইডেন কেন নাগরিকত্ব দিতে চাইছেন তা নিয়ে  – চারদিকে শোরগোল পড়ে গেছে। সমালোচনা আর বিতর্কের সৃষ্টি হয়েছে নানা মহলে।  চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন মার্কিন সিনেটে এমন একটি বিল উত্থাপন করলেও  রিপাবলিকানদের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য হাতে আছে আর মাত্র পাঁচ মাস সময়। নির্বাচনের আগে  হঠাৎ করে বাইডেনের এমন সিদ্ধান্তে তাই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের বাইডেনবিরোধী  রাজনৈতিক মহল। আসছে নভেম্বরের নির্বাচনে সুবিধা পেতে বাইডেন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী সিনেটররা। ইতোমধ্যেই রিপাবলিকানরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট বাইডেন তার ক্ষমতার অপব্যবহার করছেন। তবে কী শর্তে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি মিলবে তা নিয়ে নানা মহলে চুলচেরা বিশ্লেষণ চলছে। বিশ্লেষকদের বেশিরভাগই এই সিদ্ধান্তকে  বাইডেনের ‘একটি বড় কৌশল’ হিসেবে দেখছেন। প্রসঙ্গত, ২০১২ সালে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ ঘোষণার পর এটিই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য সবচেয়ে বড় সংবাদ।  সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘোষণা দিয়েছিলেন। হোয়াইট হাউস আশা করছে,  প্যারোল ইন প্লেস’পদক্ষেপের মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী... স্ত্রী উপকৃত হবেন। এ ছাড়া, যাদের বাবা-মায়ের কোনো একজন মার্কিন নাগরিক-এমন ২১ বছরের কম বয়সী ৫০ হাজার যুবকও যুক্তরাষ্ট্রে বৈধতা পেতে চলেছেন। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের | অবৈধ | অভিবাসীদের | সুখবর | দিল | বাইডেন | সরকার