আর্কাইভ থেকে বাংলাদেশ

‘পণ্যের দাম নির্ধারণ করবে ট্যারিফ কমিশন, না মানলে মামলা’

‘পণ্যের দাম নির্ধারণ করবে ট্যারিফ কমিশন, না মানলে মামলা’

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরেও দেশের বাজারে ভোজ্যতেলের দাম যে হারে কমানোর কথা, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় সেটি কমানো যায়নি। ভোজ্যতেলের মতো চাল, গম (আটা-ময়দা), চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রড এবং সিমেন্টসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

মঙ্গলবার (৩০ আগস্ট) সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কেবল ভোজ্যতেল নয়, নিত্যপ্রয়োজনীয় চাল, গম, চিনি, পেঁয়াজ, সিমেন্টসহ বিভিন্ন পণ্যের দাম অতিরিক্ত বাড়ানো হলে, তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করা হবে। দায়ীদের বিরুদ্ধে জেল জরিমানাসহ সার্বিক ক্ষমতা প্রয়োগ করা হবে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে যে হারে দাম বেড়েছে, অনেক পণ্যের ক্ষেত্রে তার চেয়েও অনেক বেশি দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, প্রয়োজন বোধে আমদানি শুল্ক কমিয়ে বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেয়া হবে।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন পণ্যের | দাম | নির্ধারণ | করবে | ট্যারিফ | কমিশন | মানলে | মামলা