ক্রিকেট

পাওয়ারপ্লেতে উড়ন্ত শুরু ভারতের

পাওয়ারপ্লেতে উড়ন্ত শুরু ভারতের
সুপার এইটের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বেশ মারমুখী দেখা যায় ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও ভিরাট কোহলিকে। পাওয়ারপ্লেতে বাউন্ডারি, ওভার বাউন্ডারি ছাড়িয়ে যেতে থাকে তাদের শট। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করতে সক্ষম হয় ভারত। বাংলাদেশ দল স্পিনার দিয়ে ওভার শুরু করে। শেখ মেহেদী হাসানের প্রথম ওভারে আসে ৮ রান। পরের ওভার করতে আসেন সাকিব আল হাসান। এই ওভারে চার ও ছক্কা খেয়ে ১৫ রান আসে। তৃতীয় ওভারে পেসার আনা হয়। তানজিম সাকিবের সেই ওভারে একটি বাউন্ডারির ফলে ৬ রানের বেশি আসেনি। সাকিব আবারও পরের ওভার করতে আসেন। রোহিতের ব্যাটে ছক্কা ও চার খাওয়ার পর উইকেটটিও বগলদাবা করতে সক্ষম হন তিনি। এই ব্যাটার ফেরেন ১১ বলে ২৩ রান করে। মেহেদীর পঞ্চম ওভার এবং মোস্তাফিজুর রহমানের ষষ্ঠ ওভারে কিছুটা রান আটকানো সম্ভব হয়।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন পাওয়ারপ্লেতে | উড়ন্ত | শুরু | ভারতের