আইন-বিচার

আজীম হত্যাকাণ্ড : গ্যাস বাবুকে নিয়ে অভিযানের নির্দেশ

আজীম হত্যাকাণ্ড : গ্যাস বাবুকে নিয়ে অভিযানের নির্দেশ
কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আতাউল্লাহ বাবুর জামিন আবেদন ও রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আসামি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের অধীনে এই অভিযান পরিচালনার আদেশ দেয়া হয়েছে। আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, ১০ কার্যদিবসের মধ্যে বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে জেল সুপারের তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুকে নিয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করবে। এর আগে গ্যাস বাবুর তিনটি মোবাইল উদ্ধারের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আজীম | হত্যাকাণ্ড | | গ্যাস | বাবুকে | নিয়ে | অভিযানের | নির্দেশ