আর্কাইভ থেকে এশিয়া

এবার হজ পালন করতে পারবে না ৬০ বছরের বেশি বয়সীরা

এবার হজ পালন করতে পারবে না ৬০ বছরের বেশি বয়সীরা

চলতি বছর করোনাভাইরাসের কারণে হজে অংশ নিতে পারবে ৬০ বছরের কম বয়সী মানুষ। রোববার রাতে এই প্রটোকল ঘোষণা করেছে সৌদি আরব।

সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জিানায়, সৌদি আরবে প্রবেশের অন্তত এক সপ্তাহ আগে হজে অংশগ্রহণকারীদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া দেশটিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

প্রটোকলে বলা হয়, সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেনটাইনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন শেষ হবে।

সৌদি সরকার করোনাকালে বাংলাদেশ থেকে কতোজনকে হজ পালনের অনুমতি দেবে সেটাই এখন দেখার বিষয়। ২০২০ সালে করোনা মহামারির কারণে বিদেশিদের জন্য জন্য বন্ধ ছিল পবিত্র হজ পালন। শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত প্রবাসী ও নিজ দেশের নাগরিকদের হজের অনুমতি দেওয়া হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | হজ | পালন | করতে | পারবে | ৬০ | বছরের | বেশি | বয়সীরা