বাংলাদেশ

হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া মারা গেছেন

হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া মারা গেছেন
পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া (৯৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন কাউছ মিয়া। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাউছ মিয়া বেশ কয়েকবার সেরা করদাতা হয়েছিলেন। ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে মুজিববর্ষে জাতীয় পর্যায়ে সেরা করদাতাকে সম্মাননা প্রদান কার্যক্রমটি অন্তর্ভুক্ত করা হয়। ব্যক্তি পর্যায়ে সর্বাধিকবার সর্বোচ্চ করদাতার সম্মান অর্জন করায় এবং রাজস্ব খাতের অন্যান্য সব পুরস্কারে ভূষিত হওয়ায় কাউছ মিয়াকে মুজিবর্ষের সেরা করদাতা নির্বাচন করা হয়। ২০০৮ সাল থেকে কাউছ মিয়া দেশে ব্যবসায়ী শ্রেণিতে সর্বোচ্চ করদাতার একজন। কাউছ মিয়া ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। ১৯৫৮ সালে প্রথম কর দেন তিনি। সর্বোচ্চ আয়করদাতা হিসেবে টানা ১৪ বার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন হাকিমপুরী | জর্দার | মালিক | কাউছ | মিয়া | মারা | গেছেন