জাতীয়

অবসরে যাচ্ছেন বেবিচক চেয়ারম্যান মফিদুর

অবসরে যাচ্ছেন বেবিচক চেয়ারম্যান মফিদুর
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান অবসরে (পিআরএল) যাচ্ছেন। ৩০ জুন তিনি পিআরএলে যাবেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে বিমান বাহিনী অ্যাক্ট রুলস ১৯৫৭-এর ২৪(১) ও ২৪(৭) অনুযায়ী বর্ধিত চাকরির সময়সীমা অতিক্রান্তে অবসর দেয়া হল। ২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দায়িত্ব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর দুই দফায় এক বছর ও ছয় মাস করে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন পান। বেবিচকের নেতৃত্বে আসার আগে তিনি ঢাকার কুর্মিটোলায় বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু এবং চট্টগ্রামের পতেঙ্গায় বিএএফ ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং ছিলেন। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন অবসরে | যাচ্ছেন | বেবিচক | চেয়ারম্যান | মফিদুর