আর্কাইভ থেকে এশিয়া

পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, মোট ১২০৮

পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, মোট ১২০৮

পাকিস্তানে বন্যা ও বন্যাজনিত কারণে গেলো ২৪ ঘণ্টায় শিশু ও নারীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০৮ জনে। এরমধ্যে ৪১৬ জন শিশু রয়েছে। আহত হয়েছে ছয় হাজার ৮২ জন। জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)।

বর্ষা বৃষ্টি এবং উত্তর পর্বতমালায় হিমবাহ গলানোর ফলে বন্যার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

বন্যায় মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ১২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় খাইবার ও দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের পর সিন্ধু প্রদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় যথাক্রমে ৪ জন ও ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বন্যা শুরুর পর থেকে ১,২১,৬৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, বর্তমানে ৪ লাখ ৭২ হাজার ৩১৩ জন লোক এখনো তাঁবুতে বসবাস করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | বন্যায় | ২৪ | ঘণ্টায় | মৃত্যু | ১৯ | মোট | ১২০৮