দেশজুড়ে

রাজধানীর ৯৫ শতাংশ বাড়িঘরের অনুমোদন নেই : গণপূর্তমন্ত্রী

রাজধানীর ৯৫ শতাংশ বাড়িঘরের অনুমোদন নেই : গণপূর্তমন্ত্রী
রাজধানীর প্রায় ৯৫ শতাংশ বাড়িঘর অনুমোদনবিহীন। এ অনুমোদনবিহীন বাড়িঘরগুলোকে যাতে পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদনের আওতায় আনা যায়, এজন্য একটি কমিটি আছে। এমন একটি কমিটি আছে, তা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হওয়ার আগে আমি জানতামই না। বললেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। প্রকৃতিতে ধ্বংস না করে নগরায়নের বিষয়ে তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, নগরায়নের ক্ষেত্রে শুধু বিল্ডিং তুললেই হবে না, আরেও অনেক কিছু দেখতে হবে। আমরা নগরায়নের নামে বুড়িগঙ্গাকে শেষ করে দিয়েছি। শুধু বুড়িগঙ্গা নয়, পুরো পানি ব্যবস্থাটাকেই আমরা ধ্বংস করে দিয়েছি। এটাকে কীভাবে উদ্ধার করা যায়, সেটাকেও নগরায়নের পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার কথা চিন্তা করতে হবে। উবায়দুল মোকতাদির বলেন, নগরায়ন করতে গিয়ে কৃষি জমি, জলাশয় সব তো ধ্বংস করে দিয়েছি। এ অবস্থা থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। তাই বলে বসে থাকলে চলবে না। এজন্য মহাপরিকল্পনা দরকার। সেমিনারে অন্য বক্তারা বলেন, অবকাঠামোগত অগ্রগতি ও শহরমুখী অভিবাসনের কারণে শহরগুলোতে প্রকৃতি, মানব জীবন এবং সম্পদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। বড় শহরগুলো যানজট, জলাবদ্ধতা, বায়ু-জল-মাটি দূষণ এবং ভূমিকম্পের ঝুঁকিতে ভুগছে। উল্লেখ্য, ‘টেকসই শহর তৈরি: বাংলাদেশের চ্যালেঞ্জ ও বাধা’ শীর্ষক এ সেমিনারে বিআইআইএসএস এর চেয়ারম্যানসহ নগর পরিকল্পনাবিদগণ উপস্থিত ছিলেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীর | ৯৫ | শতাংশ | বাড়িঘরের | অনুমোদন | নেই | | গণপূর্তমন্ত্রী