অর্থনীতি

খরচ বাড়লো পদ্মা সেতুর নদী শাসনে

খরচ বাড়লো পদ্মা সেতুর নদী শাসনে
আবারও বাড়ানো হয়েছে পদ্মা বহুমুখী সেতুর নদী শাসনে ব্যয়। এ প্রকল্পে খরচ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ টাকায়। এটি মূল চুক্তি থেকে ১২ দশমিক ৯৪ ভাগ বেশি। এই প্রস্তাবসহ ২০২৩-২৪ অর্থবছরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সবশেষ বৈঠকে ৬ প্রস্তাবের সবগুলোই অনুমোদনের সুপারিশ করা হয়েছে। শনিবার (২৯ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সরকার উন্মুক্ত দরপত্রে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। প্রতি লিটার ১৫০ টাকা ৪৮ পয়সা ধরে মোট ক্রয়মূল্য ৩৩১ কোটি টাকা। ১৬২ কোটি টাকা খরচে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্র্যান তেলও কিনবে সরকার। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে বলেও জানানো হয়। যৌথ অর্থায়নে সিলেট-তামাবিল মহাসড়কের দুটি অংশ ৪ লেনে উন্নীত করার প্রকল্পের ক্রয়প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এই দুই প্রকল্পে খরচ ধরা হয়েছে যথাক্রমে ৬৬০ কোটি ৭১ লাখ টাকা এবং ১ হাজার ৩৮৬ কোটি ১২ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন খরচ | বাড়লো | পদ্মা | সেতুর | নদী | শাসনে