আর্কাইভ থেকে বাংলাদেশ

পাঁচ দেশ থেকে খাদ্যে আমদানি হবে

পাঁচ দেশ থেকে খাদ্যে আমদানি হবে

প্রয়োজনে বিদেশ থেকে খাদ্য আমদানি করা হবে। রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই পাঁচ দেশ থেকে খাদ্য আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য বলেন। 

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ৫ দেশ থেকে খাদ্য আমদানির চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরও কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই মুহূর্তে দেশে ১৯ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। নভেম্বরে বিশ্বে যে খাদ্য ঘাটতির শঙ্কা আছে, তাতে অনেক কমফরটেবল অবস্থায় আমরা আছি।

তিনিিআরও বলেন, ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি চালুর ফলে চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা কমেছে। খাদ্যবান্ধব কর্মসূচি আরও অন্তত তিন মাস পর্যন্ত পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। 

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন পাঁচ | দেশ | খাদ্যে | আমদানি | হবে