দেশজুড়ে

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মাদক মামলায় সাজা ঘোষণার প্রায় ৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. উসমান গণি।

এর আগে গতকাল ১২ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

দণ্ডপ্রাপ্ত মো. সোহেল সিরাজগঞ্জ পৌর এলাকা সয়াধানগড়া মহল্লার মৃত ফটিক শেখের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ১৯ মার্চ একটি মাদক মামলায় মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। 

এরপর থেকে সোহেল দেশের বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন। র‍্যাব-১২ এর সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি সোহেলকে গ্রেপ্তার করে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #র‍্যাব