দেশজুড়ে

অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে এলাকাবাসী। শনিবার (২৯ জুন) বিকাল ৫ টায়  রতনকান্দি হাটে এই মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সভায় শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মো. হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে জাহাঙ্গীর আলম তারেক মাস্টারের  সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আশিক ইমরান,  রতনকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম,রফিকুল ইসলাম দুল্লু,মোতাহার হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম মিন্টু, সুরুজ্জামান মল্লিকসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুভগাছা ইউনিয়নে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু মহলদাররা অপরিকল্পিত বালু উত্তলনের কারণে  যমুনার পাড়ের মানুষ হুমকির মধ্যে পড়েছেন, এই বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এই বালু ব্যবসায়ীরা যত শক্তিশালী হোক না কেনো এদের আইনের আওতায় আনতে  প্রশাশনের সুদৃষ্টি কামনা করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের নেতৃত্ব এই নদীতে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকার কাজ করেছে। অথচ কিছু নামধারী বালু খেকোরা রাতের অন্ধকারে নদীর পাড় থেকে বালু উত্তোলন করে সিরাজগঞ্জ বা‌সীকে  হুমকির মুখে ফেলছে। বালুএ খেকোদের বিরুদ্ধে প্রশাসন  ব্যবস্থা গ্রহন  না করলে, দেশের জনগন দাঁতভাঙ্গা জবাব দিবে।

এ সম্পর্কিত আরও পড়ুন অপরিকল্পিত | বালু | উত্তোলন | বন্ধের | দাবিতে | মানববন্ধন