বিনোদন

সংবাদ সম্মেলনে ‘ভয়ংকর প্রতারণা’র কথা জানালেন ববি

সংবাদ সম্মেলনে ‘ভয়ংকর প্রতারণা’র কথা জানালেন ববি
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমার ভরাডুবির পর পরিচালক রাশিদ পলাশকে মারধরের অভিযোগে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছেন চিত্রনায়িকা ববি। বিষয়টি নিয়ে যখন উত্তাল ঢাকাই সিনেমা অঙ্গন তখনই চুরি ও হত্যার চেষ্টার অভিযোগে ববির বিরুদ্ধে মামলা করেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা। এরপর ববিও পাল্টা মামলা করেছেন সাকিবের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সাহায্য চেয়েছেন এই নায়িকা। সোমবার (১ জুলাই) সংবাদ সম্মেলনে ববি জানান, রেস্টুরেন্ট ব্যবসার কারণে ৫৫ লাখ টাকার অর্থ প্রতারণার শিকার হয়েছেন তিনি। সহযোগী মির্জা আবুল বাশার মিলে গুলশান-২ এ একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন ববি। অভিনেত্রীর দাবি, পরীক্ষামূলকভাবে রেস্টুরেন্টটি চালু করার পর ট্রেড লাইসেন্স করার জন্য ভবনের মালিকের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র চাওয়ার পর থেকেই হয়রানির শিকার হচ্ছেন। ববি আরও বলেন, ওই বিল্ডিংয়ের মালিক শাহিনা ইয়াসমিন ও তার ছেলে জাওয়াদ রেস্টুরেন্টে হামলা চালিয়ে অনেক মালামাল নষ্ট করেছে। মোট ৫৭ লাখ টাকার মালামাল চুরি গেছে তাঁর। এতকিছুর পরও ববিকে হুমকিও দেয়া হচ্ছে। এ অবস্থায় ঢাকা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে ববি বলেন, বেইলি রোডের ভয়াবহ ঘটনার পর ঐ ভবনটি সিলগালা করা হয়েছিল। পরে আবারও তা চালু করাতেই এমন আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি। এর প্রতিকার কী, তাও জানতে চান অভিনেত্রী। সংবাদ সম্মেলনে ববি ‘ময়ূরাক্ষী’ সিনেমা নিয়ে চলমান বির্তক নিয়েও কথা বলেন। পলাশের সঙ্গে দ্বন্দ্বের কারণ হিসেবে ববি বলেন, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সিনেমায় ববির পারিশ্রমিক ৮ লাখ টাকা দেওয়ার কথা থাকলে তা এখনো দেওয়া হয়নি বলে জানান। অভিনেত্রী আরও বলেন, ‘শুনেছি এক নারী সহশিল্পীর সঙ্গে পরিচালকের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই আমার দৃশ্যগুলো ফেলে দিয়েছে। শুধু আমার একার নয়, প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমার অন্য শিল্পীদের সঙ্গে প্রতারণা করেছে পলাশ।’ অন্যদিকে মারধর ও হাতাহাতির প্রসঙ্গে পরিচালক রশিদ পলাশের দাবি, ববির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কারণে এমন ঘটনা ঘটতেই পারে। সিরিয়াস কিছু না। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন সংবাদ | সম্মেলনে | ভয়ংকর | প্রতারণার | কথা | জানালেন | ববি