আন্তর্জাতিক

ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৭

ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৭
ভারতের উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) একটি প্রার্থনা সভা চলাকালীন পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। খবর- এনডিটিভি তবে হাথরাসের জেলা ম্যাজিট্রেট আশীষ কুমার বলেছেন, কমিউনিটি হেলথ কেয়ার থেকে পাওয়া তথ্য মতে ৫০ থেকে ৬০ জন মারা গেছেন। এর আগে ইটাহ’র চিফ মেডিকেল অফিসার ডা. উমেশ কুমার ত্রিপাঠী বলেছেন, আমরা ২৭টি মৃতদেহ পেয়েছি, যার মধ্যে ২৫ জন নারী। আহত কয়েকজনকেও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা শুনেছি, একটি ‘সৎসঙ্গ’ চলাকালীন পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে ইটাহ’র সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাজেশ কুমার বলেছেন, হাথরাসের সিকান্দ্রা রাও থানার সীমানার মধ্যে একটি গ্রামে পদদলিত হয়ে নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে ২৩ জন নারী এবং তিনটি শিশু রয়েছে।’ এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনা জানার পর, তার নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু নিহতদের পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | পদদলিত | হয়ে | মৃতের | সংখ্যা | বেড়ে | ৮৭