ক্রিকেট

বিদেশি লিগ খেলতে অনুমতি মিলছে না বাবরদের

বিদেশি লিগ খেলতে অনুমতি মিলছে না বাবরদের
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলার কথা ছিল একাধিক পাকিস্তানি ক্রিকেটারের। জাতীয় দলের সঙ্গে অঙ্গীকারবদ্ধ ক্রিকেটারদের বাইরের লিগ খেলার অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে শক্ত অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরমধ্যে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে অনাপত্তিপত্র দিচ্ছে না পিসিবি। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ সামনে রেখে নিয়মিত খেলোয়াড়দের দলে চায় দলটি। গ্লোবার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল বাবর, শাহীন ও রিজওয়ানের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়তো আটকে যাচ্ছে বোর্ডের অনুমতি না পাওয়ার কারণে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দলের খেলোয়াড়দের নিয়ে সচেতন থাকার বার্তা দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান দল নিয়ে নানা সমালোচনা উঠছে। দলের অধিনায়ক থেকে শুরু করে ম্যানেজমেন্টের কিছু অংশ বদলে ফেলা নিয়েও নানা আলোচনা উঠছে। তবে এই ধরনের পরিবর্তন হয়তো পিসিবি এখন আনবে না। কিন্তু খেলোয়াড়দের জাতীয় দলের দায়িত্ব নিয়ে অবস্থান শক্ত রাখতে চায় তারা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বিদেশি | লিগ | খেলতে | অনুমতি | মিলছে | বাবরদের