খেলাধুলা

গ্র্যান্ডমাস্টার জিয়া আর নেই

গ্র্যান্ডমাস্টার জিয়া আর নেই
বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা চলছিল আজ, শুক্রবার। সেখানে দেশ সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন তার প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। ম্যাচ চলাকালীন অবস্থাতে হঠাৎ মাটিতে পড়ে যান জিয়া। এমন অবস্থায় রাজধানীর শাহবাগ অঞ্চলের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জিয়াকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন সাথে সাথে। কিন্তু অবস্থা খুব সংকটাপন্ন ছিল। জানা যায়, তার পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। জিয়া ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন। তিনি তার স্কুল জীবন থেকেই দাবার সাথে সম্পৃক্ত। নিয়াজ মোর্শেদের পর বাংলাদেশে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হিসেবে পরিচিতি পেয়েছিলেন জিয়া। দাবাড়ু জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক নেমে এসেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গ্র্যান্ডমাস্টার | জিয়া | আর | নেই