আন্তর্জাতিক

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু
ফ্রান্সে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) স্থানীয় সময় ৮ টা ও বাংলাদেশ সময় দুপুর ১২ টায় ভোট গ্রহণ শুরু হয়। দেশটির কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী নেতা লে পেন ও জর্ডান বারদেলার দল ন্যাশনাল র‍্যালীর সংখ্যাগরিষ্ঠতার  সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিবিসির প্রতিবেদন বলছে, দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে। প্রথম দফার ভোটে লে পেনের ন্যাশনাল র‍্যালী জয় পায়। তবে দ্বিতীয় দফায়  কট্টর ডানপন্থী দলটিকে হারানোর জন্য প্রায় দুইশ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে ফলাফল যাই হোক না কেন,  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসা বর্তমানে বেশ কঠিন। ফ্রান্সে গেলো রোববার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের প্রথম দফায় ৩৩ শতাংশের বেশি ভোট নিয়ে এগিয়ে ছিল ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি (এনআর)। আর ২৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ফ্রান্সের বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ)। অন্যদিকে ২১ শতাংশের কাছাকাছি ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল। ফ্রান্সে প্রায় ৪ কোটি ৯০ লাখ ভোটার আছেন। ফ্রান্সের ৫৭৭ আসনের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপেই সবকিছু নিশ্চিত করে বলে দেয় যায় না। তবে আরএন অপেক্ষাকৃত বেশি আসন পাওয়ায় দলটি বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য অন্তত ২৮৯ আসনে জিততে হবে। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ফ্রান্সে | পার্লামেন্ট | নির্বাচনের | দ্বিতীয় | দফার | ভোট | গ্রহণ | শুরু