আইন-বিচার

এবার আপিল বিভাগে কোটা নিয়ে ঢাবির দুই শিক্ষার্থী

এবার আপিল বিভাগে কোটা নিয়ে ঢাবির দুই শিক্ষার্থী
কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়রে (ঢাবি) সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভূঁইয়া এবং আহনাফ খান। মঙ্গলবার ( ৯ জুলাই)  আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালত থেকে ওই দুই শিক্ষার্থী রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হতে অনুমতি নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। শিক্ষার্থীদের আর এক আইনজীবী ব্যারিস্টার হারুনুর রশীদ জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যে আবেদন করেছে, তা বিচারাধীন। এটি থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মিলে চেম্বার কোর্টের অনুমতি নিয়ে একটি সিএমপি (হাইকোর্টের রায় স্থগিত চেয়ে) ফাইল করছেন। এটি আজ চেম্বার আদালতে শুনানি হবে। এর আগে গেলো ৫ জুন এক রিটের চূড়ান্ত শুনানি শেষে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে বিষয়টি  প্রধান বিচারপতির আদালতে শুনানির জন্য উঠলে নিয়মিত আপিল করতে বলেন সর্বোচ্চ আদালত। এজন্য হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে রাষ্ট্রপক্ষ। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | আপিল | বিভাগে | কোটা | নিয়ে | ঢাবির | দুই | শিক্ষার্থী