জাতীয়

জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান

জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান
ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ২ দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডসহ কোটার পক্ষের বেশ কয়েকটি সংগঠন। বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় কোটার পক্ষের এসব সংগঠন। এদিকে, পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি সফল করতে কিছুক্ষণের মধ্যেই শাহবাগে আসার কথা আন্দোলনকারী শিক্ষার্থীদের। ফলে শাহবাগ এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ ঘিরে রয়েছে পুলিশ। এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, শাহবাগে গুরুত্বপূর্ণ দুটি বড় হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেয়া হবে না। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | জাদুঘরের | সামনে | মুক্তিযুদ্ধ | মঞ্চের | অবস্থান