ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত!

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত!
আবারও ক্রিকেট টুর্নামেন্টে হাইব্রিড মডেল দেখা যেতে পারে। সবশেষ এশিয়া কাপে এই মডেল দেখা গেছে। এবার আইসিসি আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতেও একই নকশা দেখা যেতে পারে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। যেখানে ভারতীয় দলের সফর নিয়ে আছে দুশ্চিন্তা। কিছু গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় ভারতীয় দল পাকিস্তান সফর করবে না। এর আগে এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান। ভারতের কারণে সেই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে নিয়ে যাওয়া হয়। ফলে পাকিস্তানের সাথে সহ-আয়োজক হিসেবে যুক্ত হয় শ্রীলঙ্কা। ভারত নিজেদের প্রতিটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আয়োজনে পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ আরব আমিরাত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে। খুব সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুর্নামেন্টের খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছে। ২০১২-২০১৩ মৌসুমের পর থেকে পাকিস্তানের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। ভারতীয় দল পাকিস্তান সফর করে না ২০০৮ সালের পর থেকে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস | ট্রফি | খেলতে | পাকিস্তান | ভারত