ভারী বর্ষণে পর্যটন নগরী কক্সবাজারের রাস্তাঘাট, অলিগলিসহ বহু বাসাবাড়ি ও অফিস আদালতে পানি উঠেছে। বিভিন্ন সড়ক ও মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত দুদিন ধরে অব্যাহত ভারি বৃষ্টিতে কক্সবাজারে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে। ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩ টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় ২৪৯ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
সরেজমিনে দেখা যায়, গ্রামের মতো শহরের নিচু এলাকাগুলো এখন পানিতে থই থই করছে। কোনো কোনো এলাকায় হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি। ওইসব এলাকায় হাঁটু সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি কমে না আসাতে এখনও কিছু কিছু এলাকার রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে আছে। রাস্তাঘাট-দোকানপাট ও ঘরে পানি ওঠায় মানুষের দিন শুরু হয়েছে দুর্ভোগে। জলাবদ্ধতা নিরসনে কক্সবাজার পৌরসভা কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
পাহাড়তলীর ফয়সাল আহমেদ বলেন, বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে তার বাড়ি সংলগ্ন এলাকায় পানিতে টইটুম্বর। বৃষ্টির পানি তাদের ঘরে ঢুকে পড়ায় আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। একই অবস্থা তার বাড়ির আশপাশের অনেকের।
জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়ে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান বলেন, পানিবন্দি মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা করতে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের তিনি নির্দেশ দিয়েছেন ।
এদিকে পাহাড় ধসে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জমিলা বেগম (৩০), মো. হাসান (১০) ও কক্সবাজার সদরের মুহুরি পাড়ার লায়লা বেগম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর শিশু সন্তানও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবারও কক্সবাজারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে জেলা আবহাওয়া অফিস।
আই/এ