ক্রিকেট

অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন হাসারাঙ্গা

অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন হাসারাঙ্গা
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। প্রায় ৬ মাস দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলেন হাসারাঙ্গা। হাসারাঙ্গা যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে লিখেছেন; ‘একজন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার জন্য সবসময় আমার সেরা চেষ্টা থাকবে। আমি সবসময় আমার দলের পাশে এবং নেতৃত্বের জন্য দাঁড়াবো।‘ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেশ নতুন ছিলেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি শ্রীলঙ্কা। এর দায় থেকেও হতে পারে তার এই সিদ্ধান্ত নেওয়া। সমর্থকদের সমালোচনার একটা চাপও ছিল। তবে এত দ্রুত তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলার মতো জায়গা আসলে তৈরি হয়নি। হাসারাঙ্গার নেতৃত্বে ১০ টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৬ টি’তে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এ বছরের শুরুতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ফ্যালকন্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসারাঙ্গা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অধিনায়কত্ব | পদত্যাগ | হাসারাঙ্গা