আর্কাইভ থেকে বাংলাদেশ

সরবরাহ বাড়ায় কমছে ইলিশের দাম

সরবরাহ বাড়ায় কমছে ইলিশের দাম

বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। দামও আগের চেয়ে কমেছে কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা। 

বিক্রেতারা বলছেন, ইলিশের বাড়তি সরবরাহের কারণে খুচরা বাজারে দাম কিছুটা কমেছে। দাম কমায় ইলিশের ক্রেতাও বেড়েছে। 

আজ রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা অন্যান্য মাছের পাশাপাশি সাজিয়ে রেখেছেন বিভিন্ন সাইজের ইলিশ। ৫'শো গ্রাম থেকে শুরু করে দেড় কেজি ওজনের ইলিশ রয়েছে পর্যাপ্ত। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫'শো  থেকে ১৭'শো টাকায়। এক কেজি ওজনের ইলিশের দাম ১২'শো থেকে ১৩'শো টাকায়। এছাড়া ৮'শো গ্রাম ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে নয়'শো থেকে ১হাজার টাকায়। ৫'শো গ্রাম ইলিশের কেজি ৭'শো-৮'শো টাকা।

বিক্রেতারা আশা করছেন, সরবরাহ আরও বাড়বে এবং কেজি প্রতি আরও ১'শো-২'শো টাকা দামও কমবে। 

তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমার পরও অল্প আয়ের মানুষদের জন্য মাছ কেনা প্রায় অসম্ভব। বেশির ভাগ দোকানই আগের দাম ধরে রেখেছে। দাম নাছাড়ায় ইলিশ না কিনে অন্য মাছ নিয়ে বাসায় ফিরে যাচ্ছে অনেক ক্রেতারা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সরবরাহ | বাড়ায় | কমছে | ইলিশের | দাম