আর্কাইভ থেকে বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনাল : টচ জিতে বোলিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ফাইনাল : টচ জিতে বোলিংয়ে পাকিস্তান

আজ রোববার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল ম্যাচটি।  এর আগেই টস হয়ে গেলো যথা নিয়েমে। টচ জিতে বোলিংয়ে পাকিস্তান।

শিরোপা কার হাতে যাবে তা ঠিক হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই। দুই দলই শিরোপা জয়ে অধিক আশাবাদী। কাউকে ছেড়ে খেলবে না কোনও দলই। নিজেদের সর্বোচ্চটি উজাড় করে দেবে তারা।

অবশ্য ফাইনালের ড্রেস রিহার্সেলে (সুপার ফোরের ম্যাচে) পাকিস্তানকে হারিয়ে একটি বার্তা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। ওই ম্যাচে পাকিস্তানকে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারায় দাসুন শানাকার দল।  

এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলবে পাকিস্তান- এটা অনেকেরই ধারণা ছিল; কিন্তু শ্রীলঙ্কা যে তাদের সঙ্গী হবে, কদিন আগে বললে কেউই সেই বাজি ধরতে রাজি হতেন না।

প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা এই টুর্নামেন্টের বাছাইপর্ব, গ্রুপ পর্ব এবং সুপার ফোর পর্ব পার করে এসে এই দুটি দল শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে।

পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই হেরেছিল পাকিস্তান। তবে সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান এগিয়ে আছে।

১৩ বছর আগে ২০০৯ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল।পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি সেই ফাইনালের নায়ক ছিলেন।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতিখার আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাতিলাকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা।

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়া | কাপের | ফাইনাল | | টচ | জিতে | বোলিংয়ে | পাকিস্তান