জাতীয়

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
প্রায় সোয়া ৪ ঘণ্টা পর শাহবাগের অবরোধ ছেড়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। পরে শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়। এর আগে বিকেলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টায় শুরু হওয়া অবরোধ রাত সোয়া ৯টার দিকে শেষ হয়। এসময় কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন এক দফা কর্মসূচি ঘোষণা করেন। আজকের আন্দোলনে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল ৪টায় সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। এদিকে ২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশ আজ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। উল্লেখ্য, গেলো ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন শাহবাগ | ছাড়লেন | শিক্ষার্থীরা | যান | চলাচল | শুরু