অপরাধ

নিয়োগ বাণিজ্যের মামলায় সাবেক এসপিসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

নিয়োগ বাণিজ্যের মামলায় সাবেক এসপিসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট
মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ বাণিজ্যে দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৩ সালের ৫ জুলাই মামলাটি দায়ের করে দুদক। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুর রহমান। দুদকের মাদারীপুর কার্যালয় জানায়,২০১৯ সালের ২৬ জুন ৩১ জন পুরুষ ও ২৩ জন নারীকে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়। কিন্তু ওই বছর ২৪ জুন থেকে ২৬ জুন কয়েক ধাপে ৭৩ লাখ ৫০ হাজার টাকা মামলার আসামিদের কাছ থেকে গচ্ছিত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেড কোয়ার্টার্সের একটি বিশেষ দল। পরে অনুসন্ধানে জানা যায় উদ্ধার করা টাকা বিভিন্ন চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সাবেক এসপি সুব্রতসহ বাকি আসামিরা নিয়েছেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়। পরে  সাবেক পুলিশ সুপারসহ ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এছাড়া ঘটনায় জড়িত না থাকায় হায়দার ফরাজী নামে এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে সুপারিশ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুর রহমান। এ ঘটনায় চার্জশিটভুক্তরা হলেন, মাদারীপুর জেলার সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সাবেক কনস্টেবল নুরুজ্জামান সুমন, সাবেক কনস্টেবল জাহিদুল ইসলাম, সাবকে টিএসআই গোলাম রহমান, পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল সহকারী পিয়াস বালা। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নিয়োগ | বাণিজ্যের | মামলায় | সাবেক | এসপিসহ | ৫ | জনের | বিরুদ্ধে | চার্জশিট