আন্তর্জাতিক

রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা 

রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা 
রাশিয়ার রসটভ অঞ্চলে একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই অঞ্চলে নিযুক্ত গর্ভনর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়া গর্ভনর আরও জানান, পেট্রোল পরিশোধন করা ওই ডিপোতে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাটি ফ্রন্টলাইন থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইউক্রেনের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি রস-টল অঞ্চলে এবং বাকী দুটি ইউক্রেন সীমান্ত লঘ্ন বেলগোরড এবং উত্তরের কুরস্ক এলাকায়। ২০২২ সালে ইউক্রেন রুশ অভিযানের পর থেকেই উভয় দেশ পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে আসছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ার | তেল | ডিপোতে | ইউক্রেনের | হামলা