দেশজুড়ে

এক সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তান নিয়ে ট্রেনে কাটা পড়েন মা

এক সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তান নিয়ে ট্রেনে কাটা পড়েন মা
এক সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তান নিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন মা। আজ শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদী রেল স্টেশনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮), ও তার কন্যা শিশু মাইমুনা (৩)। আহত অপর শিশু সিনহা (৪)কে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হচ্ছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে ৩ ও ৪ বছরের মেয়ে ও ছেলে শিশু সন্তানসহ আত্মীয় অপর এক শিশুকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন মা সাবিনা বেগম। শিশুদের ঘুরাঘুরি ও খেলা করার এক পর্যায়ে রেলস্টেশন প্লাটফর্ম ছেড়ে রেললাইনের পাশে দুই শিশু সন্তানকে নিয়ে ছবি তুলছিলেন মা সাবিনা বেগম। এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্ণের শব্দ শুনে দৌড় দেয় শিশু সন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশু সন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা বেগম। এসময় ট্রেনের সাথে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মা সাবিনা বেগম ও কোলে থাকা শিশু সন্তান মাইমুনা। গুরুতর আহত হয় অপর সন্তান সিনহা। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠায়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: শহিদুল্লাহ বলেন, অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। দুর্ঘটনার সময় নিহত সাবিনার সঙ্গে থাকা তার ভাগ্নে তানিম জানান, সম্প্রতি তাদের মামা বিদেশ থেকে দেশে আসেন। একই সঙ্গে তার এক চাচা বিদেশ যাবেন। তাই তারা চারজন নরসিংদীর ইন্ডেক্সপ্লাজায় কেনাকাটা করেতে যান। কেনাকাটা শেষে স্টেশন এলাকায় আসেন। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি হর্ন দিলে শিশু মাইন প্লাটফরম থেকে ট্রেনের সামনে পাড়ে যায়। এসময় সন্তানকে বাঁচাতে কোলে থাকা আরেক সন্তান নিয়ে এগিয়ে যান সাবিনা। এতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়। জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন এক | সন্তানকে | বাঁচাতে | গিয়ে | আরেক | সন্তান | নিয়ে | ট্রেনে | কাটা | পড়েন | মা