ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক স্কুটার শো-রুমে আগুন লেগে আটজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজ্যটির রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিরেএক প্রতিবেদন থেকে জানা যায়।।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বহুতল ভবনের নিচতলায় বৈদ্যুতিক স্কুটারের শো-রুমে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা লজে (আবাসিক হোটেলের মধ্যে) ছড়িয়ে পড়ে। এতে আটজন নিহত হয়। প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সময় লজটিতে প্রায় ২৫ জন অতিথি ও কর্মচারী ছিলেন। দমকল কর্মীরা ক্রেন-মই ব্যবহার করে লজের বাসিন্দাদের উদ্ধার করেছে। তাদের উদ্ধার অভিযানে সাহায্য করেছে কিছু স্থানীয় বাসিন্দাও।
হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি বলেন, আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লজ থেকে লোকেদের উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোক মারা গেছে। আমরা ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছি।
টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
তাসনিয়া রহমান