মোটরসাইকেল যোগে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় জাহিদ হোসাইন নামের এক তরুণ চিত্রগ্রাহকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আহতের নাম- চিত্রগ্রাহক নাঈম ফুহাদ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বানিয়াছড়ায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় তার সঙ্গে থাকা সফরসঙ্গী নাঈম ফুহাদ গুরুত্বর আহত হন।
তার মৃত্যুতে নাট্যাঙ্গন ও সিনেমাটোগ্রাফার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সংগঠনটিতে নেমে এসেছে শোকের ছায়া ।
জাহিদের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় তার ওয়াল যেন এক শোকবই। সহকর্মী থেকে শুরু করে পরিচিত অনেকেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
তাসনিয়া রহমান