জাতীয়

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের নিয়ন্ত্রণে, ছত্রভঙ্গ কোটা আন্দোলনকারীরা

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের নিয়ন্ত্রণে, ছত্রভঙ্গ কোটা আন্দোলনকারীরা
কোট সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে হটিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে করা আন্দোলনকারীদের  বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকে উপাচার্যের বাসভবন (ভিসি চত্বর) পর্যন্ত দখল নেয় ছাত্রলীগ। এদিকে সংঘর্ষের পর কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছেন। টিএসসিতে অবস্থান নেয়া নারী শিক্ষার্থীরাও নিজ নিজ হলে অবস্থান করছেন। শিক্ষার্থীরা জানায়,  বিকেল তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে সংঘর্ষের সূচনা হয়৷ পরে এই সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। বিজয় একাত্তর হলের নিচ তলার বেশির ভাগ গ্লাস ভেঙে ফেলা হয়৷এসময় হলটির নিচ তলায় রাখা চারটি মোটরসাইকেলে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপরেই ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করে। যোগ দেন ঢাকা কলেজসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের  আরও নেতাকর্মীরা। পরে সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবি | ক্যাম্পাস | ছাত্রলীগের | নিয়ন্ত্রণে | ছত্রভঙ্গ | কোটা | আন্দোলনকারীরা