আন্তর্জাতিক

ইসরাইলের বর্বর হামলায় পাঁচ শিশুসহ নিহত ১৫ ফিলিস্তিনি

ইসরাইলের বর্বর হামলায় পাঁচ শিশুসহ নিহত ১৫ ফিলিস্তিনি
ফিলিস্তিনে মধ্য গাজার নুসেইরাত ও খান ইউনিসে দখলদার ইসরাইলের বর্বর হামলায় পাঁচ শিশুসহ নিহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার (১৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, নুসেইরাতের একটি বাড়িতে ইসরাইলি সামরিক হামলায় পাঁচ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের কাছে ইসরাইলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৬৪ জনে। আহত হয়েছেন ৮৯ হাজার ৯৭ জন। গেলো বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরাইলি। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরাইল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে তারা মারা গেছেন।   এসি//  

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলের | বর্বর | হামলায় | পাঁচ | শিশুসহ | নিহত | ১৫ | ফিলিস্তিনি