আন্তর্জাতিক

ব্যাংককে হোটেল কক্ষে মিলল ছয়জনের মরদেহ

ব্যাংককে হোটেল কক্ষে মিলল ছয়জনের মরদেহ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকের গ্র্যান্ড হায়াত হোটেলের কক্ষ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। এর মধ্যে দুই জন্য ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আর বাকি চারজন ভিয়েতনামের নাগরিক। মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য স্ট্রেইট টাইমস। মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর প্রধান তদন্তকারী মেজর জেনারেল থিরাডেজ থামসুদি বলেন, ঘটনাস্থল পরীক্ষা করে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই ছয়জন ব্যক্তি বিষক্রিয়ায় মারা গেছেন। তিনি আরও বলেন, ছয়জনের মধ্যে দুই জন্য ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আর বাকি চারজন ভিয়েতনামের নামের নাগরিক। মৃত্যুর আগে ছয়জন কফি অথবা চা পান করেছিলো। প্রাথমিক ময়নাতদন্তে তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি থাইল্যান্ডের ভাবমূর্তি এবং পর্যটনখাতের উপর প্রভাব ফেলবে এমনটি তিনি চান না। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যাংককে | হোটেল | কক্ষে | মিলল | ছয়জনের | মরদেহ