ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়ির সাথে ব্যক্তিগত অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জেলেনস্কির আঘাত গুরুতর নন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার মুখপাত্র সের্হি নাইকিফোরভ এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন।
মুখপাত্র সের্গি নিকিফোরভ এক বিবৃতিতে বলেছেন, কিয়েভে একটি যাত্রীবাহী গাড়ির সাথে প্রেসিডেন্টকে বহনকারী ও তার এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়।
প্রেসিডেন্টের সাথে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর প্রেসিডেন্টের শারিরীক পরীক্ষা করা হয়। তিনি তেমন কোন আঘাত পাননি। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনা খতিয়ে দেখছে।
এদিকে দুর্ঘটনার কবল থেকে ফেরার পর পরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়।
এতে জেলেনস্কি বলেন, তিনি কেবলই খারকিভ থেকে ফিরেছেন। প্রায় পুরো অঞ্চলটি রুশ সৈন্যদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে।