আর্কাইভ থেকে বাংলাদেশ

মন্ত্রী-এমপি পদে থেকে নির্বাচন সুষ্ঠু ভোটের লড়াইয়ের অন্তরায় : টিআইবি

মন্ত্রী-এমপি পদে থেকে নির্বাচন  সুষ্ঠু ভোটের লড়াইয়ের অন্তরায় : টিআইবি

আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন কমিশনের ভূমিকা। সবার অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় লেভেল-প্লেইং ফ্লিড নিশ্চিত করা। এজন্য আইনি সংস্কার প্রয়োজন রয়েছে। বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন : গণতান্ত্রিক সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণে করণীয়’ শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে টিআইবি এ মত প্রকাশ করে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন (ইসি) যদি আস্থা অর্জন করতে চায়, তাহলে কি করণীয় তা ঠিক করতে হবে। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, মন্ত্রী-এমপি হিসেবে বহাল থেকে নির্বাচনে অংশগ্রহণের লেভেল-প্লেইং ফ্লিড নষ্ট করা হয়। আইন প্রয়োগ সংস্থার এক ধরনের চাপ থাকে। সে কারণে লেভেল-প্লেইং ফ্লিড তৈরি করা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, দ্বিতীয় ব্যাপার হলো, ইসির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা। সে বিষয়টি কীভাবে নিরপেক্ষ করা যায় সেটা ভেবে দেখা দরকার। আরেকটি বিষয় হচ্ছে ইসি যে রোডম্যাপ প্রকাশ করেছে, সেখানে অংশীজনের কথা বলা হয়েছে। অংশীজনের তথ্য সরবরাহসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি যেন না হয় সে বিষয়টি নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। কারণ আমরা আগের নির্বাচনে ইন্টারনেটকে ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরির উদাহরণ দেখেছি।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন মন্ত্রীএমপি | পদে | নির্বাচন | | সুষ্ঠু | ভোটের | লড়াইয়ের | অন্তরায় | | টিআইবি