দেশজুড়ে

বরিশালে কারফিউ শিথিল, নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৯৮

বরিশালে কারফিউ শিথিল, নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৯৮
বরিশালে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে। নগরীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং বাইরের উপজেলাগুলোতে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। এছাড়া নাশকতার মামলায় এখন পর্যন্ত ৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই গণমাধ্যমকে কারফিউ শিথিলের বিষয়টি নিশ্চিত করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রলয় রায় জানান, মেট্রোপলিটনের আওতায় ৪টি থানায় মোট ৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৪টি মামলার বাদী পুলিশ। অপর একটি মামলা করেছেন ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি। মামলায় এখন পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলায় অভিযুক্ত অন্যান্য নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। জেলার বাকেরগঞ্জ ও বানারীপাড়াতে দুটি নাশকতাবিরোধী মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য,  গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশালে | কারফিউ | শিথিল | নাশকতার | ঘটনায় | গ্রেপ্তার | ৯৮